বিটকয়েন কি? বিটকয়েনের আবিষ্কারক কে?এর কাজ কি?




আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই আশাকরি অনেক ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দিনদিন সবকিছুই ডিজিটাল হচ্ছে। আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। আজ তেমনই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব । আজকের আলোচনার বিষয় হল Bitcoin ki? বিটকয়েন কি? Bitcoin এর কাজ কি? বা ধরেন বিটকয়েনের চৌদ্দগুষ্টির কথা আজকে আমরা জানবো।

Bitcoin নামটা শুনলেই যেন অদ্ভুত লাগে। অনেকের তো মনে হচ্ছে এটা আবার কি ? এটা কি করে খায় না পরে? এটা কি কাজে আসে ? বিটকয়েন খুবই অদ্ভুত নাম ।শুনেছি হার্ট বিট হয় বা সোনার কয়েন রুপার কয়েন হয় ।1 টাকার কয়েন হয় পাঁচ টাকার কয়েন হয় কিন্তু বিটকয়েন আবার কি ? নামটা শুনেই আমাদের মনে অনেক প্রশ্ন জাগছে। তো চলেন না দেরি না করে জেনে নিন এই অদ্ভুত জিনিসটা আসলেে কি।

বিটকয়েন কি?

সহজ ভাষায় বলতে গেলে, Bitcoin হচ্ছে ডিজিটাল মুদ্রা। আমরা শুনেছি সোনার মুদ্রা , রুপার মুদ্রা বা এক টাকার মুদ্রা কিন্তু বিটকয়েন ও একটা মুদ্রা? তাও আবার ডিজিটাল মুদ্রা । ব্যাপারটাই অন্যরকম তাই না। অবশেষে ডিজিটাল মুদ্রা ও বের হল। তবে খারাপ না ভালোই । আমাদের দেশ দিনদিন উন্নতির দিকে যাচ্ছে আর অনেক ডিজিটাল হচ্ছে।

আমাদের বিটকয়েন সম্পর্কে জানতে হলে তার আগে একটু কারেন্সি সম্পর্কে জানতে হবে । এখন প্রশ্ন জাগতেই পারে বিটকয়েন কি তাই বুঝলাম না আবার কারেন্সি? অধৈর্য হন না একটু জেনেই নেননা কারেন্সি কি? আমরা যে কাগজের তৈরি নোট বা ধাতব মুদ্রা ব্যবহার করি সেটাই আসলে কারেন্সি। তো আমরা জেনে গেলাম কারেন্সি অর্থ নোট বা মুদ্রা।

এতক্ষণ মুদ্রা নিয়ে কথা বলছিলাম ।দেখেন না আমরা জেনেই গেলাম যে নোট বা মুদ্রার আরেক নাম কারেন্সি।দিন যতই বাড়ছে আমাদের এই কারেন্সি পরিবর্তন হচ্ছে। আমরা এখন ডিজিটাল যুগে চলে আসছি। তাহলে কারেন্সি ও ডিজিটাল হচ্ছে। তাই আমাদের মাঝে চলে এসেছে ডিজিটাল কারেন্সি। এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন ডিজিটাল কারেন্সি কোনটা।

ডিজিটাল কারেন্সি হলো বিটকয়েন। বিটকয়েন ছাড়াও আরও অনেক ধরনের ডিজিটাল কারেন্সি আছে ।যেমন ক্রেডিট কার্ড , ডেবিট কার্ড।
 দিন যতই বাড়ছে তত প্রতিটা জিনিস উন্নত হচ্ছে। গবেষকরা আমাদের মাঝে নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন। অবশেষে গবেষকগণ আবিষ্কার করেছেন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা Bitcoin. যেটা পৃথিবীর যেকোনো স্থান থেকে খুব সহজ ভাবে ব্যবহার করতে পারবেন।

আশা করি এখন আমরা একটু হলেও বুঝতে পারছি বিটকয়েন আসলে কি? বিটকয়েন হচ্ছে এক ধরনের ডিজিটাল ভার্চুয়াল কারেন্সি। আমরা যেমন টাকা দিয়ে বিভিন্ন জিনিস খুব সহজভাবে কিনতে পারি। তেমনি বিটকয়েন দিয়ে কেনাকাটা করতে পারি।🙂

টাকা ও বিটকয়েন এর মধ্যে পার্থক্য কি?

আমরা বুঝতেই পারতেছি টাকা কি। কাগজ দিয়ে টাকা তৈরি হয় ।টাকার আকার আকৃতি আছে । কিন্তু বিটকয়েনের কোন আকার আকৃতি নাই। টাকা কিন্তু আমরা ধরতে পারি ,স্পর্শ করতে পারি। কিন্তু বিটকয়েন ধরাছোঁয়ার বাইরে ।

স্পর্শ ও করা যায় না ধরাও যায়না।বিটকয়েনের সবচেয়ে বড় একটা সমস্যা হল এটা। বিটকয়েনের কোন সঠিক মূল্য এখনো সরকার দেইনি। নোট বা মুদ্রা সরকার বা রাষ্ট্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে। কিন্তু বিটকয়েন কোন সরকার বা রাষ্ট্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে না।

Bitcoin যারা ব্যবহার করে শুধুমাত্র তাদের মধ্যে আদান-প্রদান হয়ে থাকে। অনেকে ভাবছেন তাহলে বিটকয়েনের তো তেমন কোনো মূল্যই নেই। কিন্তু না এটার মূল্য আছে। বিটকয়েন খুবই সুনিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থনীতিবিদরা ধারণা করেছে যে, বিটকয়েন হতে পারে ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান ডিজিটাল কারেন্সি।

বিটকয়েন কে তৈরি করেছে?

তাহলে জেনে নিন এই অসাধারণ জিনিসটা কে আবিষ্কার করেছেন। সর্বপ্রথম সাতশি নাকামত 2009 সালে বিটকয়েন আবিষ্কার করেন। সেই সময় বিটকয়েনের তেমন মূল্য ছিল না। Bitcoin তেমন কেউ ব্যবহার করত না। কিন্তু ২০০৯ সালের পর থেকে এখন বিটকয়েন এর জনপ্রিয়তা আকাশচুম্বী অবস্থান করছে। উন্নত দেশগুলো এখন বিটকয়েন এর স্বীকৃতি দিচ্ছে।

তবে এই বিটকয়েনের আবিষ্কারক কে বা তিনি কি একজন ব্যক্তি নাকি অনেকগুলো ব্যক্তি সেটা এখনো পর্যন্ত জানা যায় নি। কোন সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি। অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করেন সতশি নাকামত এর কাছে অনেকগুলো বিটকয়েন রয়েছে। আর সেই জন্য তাকেই বিটকয়েনের আবিষ্কারক বলা হয়।

 বিটকয়েন এর কাজ কি?

এখন অধিকাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করে। কেনাকাটা করতে গেলে তো আমাদের পেমেন্ট করতেই হবে। তাই বিটকয়েন আমাদের এই সুবিধা দিয়েছে। বিটকয়েনের মাধ্যমে আমরা অনলাইনে যে কোন পেমেন্ট করতে পারি। তাহলে বলা যায় বিটকয়েন নেটওয়ার্ক বেসিক লেনদেন হয়ে থাকে। অর্থাৎ কোন ধরনের ব্যাংক কোম্পানি এবং ক্রেডিট কার্ড ছাড়াই সরাসরি বিটকয়েনে লেনদেন করা যায়। তাহলে বুঝতেই পারছেন বিটকয়েনের কাজ কি।

তো আশা করছি Bitcoin সম্পর্কে আপনারা অনেকটা ধারণা পেয়েছেন। বিটকয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন । তাহলে আশাকরি বিটকয়েন সম্পর্কে আপনাদের মনে আর কোন প্রশ্ন নেই। আর যদি প্রশ্ন থেকেই থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য।♥️
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন