কম্পিউটার ভাইরাস কি?

 



প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আমার আজকের টপিক হলো কম্পিউটার ভাইরাস কি ।এই আর্টিকেলে আমরা কম্পিউটার ভাইরাস সম্পর্কে বিস্তারিত সব কিছু জানবো । কম্পিউটা ভাইরাস জানার আগে আমাদের আগে যেটা জানতে হবে সেটা হলো ভাইরাস কি? ভাইরাস কথাটি শুনলেই মনে হয় খারাপ কিছু একটা তাই না। আসলে ভাইরাস খারাপ একটা জিনিস। তো চলেন আগে আমরা জেনে নিই ভাইরাস কি? ভাইরাস কাকে বলে? ভাইরাস অর্থ কি?


ভাইরাস কি?

ভাইরাস অর্থ হলো বিষ। এক কথায় বলা যায় যে ভাইরাস মানে হলো বিষ। ভাইরাস একটা এমন জিনিস যা চোখে দেখা যায় না ।অতিক্ষুদ্র একটা জিনিস হল ভাইরাস। ভাইরাস একটি আজব টাইপের জীব। ভাইরাস নামটি শুনলেই তো মনে হয় এটা আসলেই আজব একটা জিনিস।

ভাইরাস হলো জেনেটিক ইনফরমেশনের একটি টুকরো জীব। যেখানে ডিএনএ এবং আরএনএ মজুতকৃত থাকে। ভাইরাস কোনোদিন একা একা কপি হতে পারেনা।সে অন্যদের দ্বারা কপি হয়ে সব জায়গায় ছড়িয়ে যায়।


আমরা সাধারণত জানি ভাইরাস জীব দেহ প্রাণীদেহে আক্রামন হয়ে থাকে। কিন্তু এখন ডিজিটাল যুগে এসে ভাইরাস বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ,কম্পিউটার কে ও আক্রান্ত করছে। বিষয়টা একটু অন্যরকম তাই না। কারণ আমরা জানি যে জীবিত দেহে ভাইরাস আক্রান্ত হয়। এখন দেখতেছি আমরা ডিজিটাল যুগে এসে স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপে ভাইরাস দেখতে পাচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে আমরা জেনে নেই কম্পিউটার ভাইরাস কি ।আমাদের মূল টপিকে চলে যায়। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো -কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কাকে বলে?


কম্পিউটার ভাইরাস কি?


একথা বলা যায় কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম। বাইরের বিভিন্ন মাধ্যম থেকে কম্পিউটারের মেমোরির মধ্যে গোপনে প্রবেশ করে, গোপনে গোপনে সে মেমোরিতে বিস্তার ছড়ায় এবং তারপর আস্তে আস্তে মেমরি টি নষ্ট করে দেয় এবং ধিরে ধিরে কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়। তারপর আস্তে আস্তে অচল হয়ে পড়ে।


কম্পিউটার ভাইরাস হলো এমন একটি প্রোগ্রাম। সে শুধু ধ্বংস ও অনিষ্ট করে দেয়। কোন একটা সফটওয়্যার বা প্রগ্রামে বুকে। পুরো সফটওয়্যার বা প্রগ্রামে বিস্তার লাভ করে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং তারপর সেই প্রোগ্রাম বা সফটওয়্যার কে একদম নষ্ট করে দেয়। যে প্রোগ্রাম বা সফটওয়্যারে ভাইরাস ছড়িয়ে যায় । সেই প্রোগ্রাম বা সফটওয়্যার পুরোটা ভাইরাস হয়ে যাই। তারপর সে অন্য প্রোগ্রাম বা সফট্ওয়ারে আক্রমণ করা শুরু করে।


তাহলে আশা করি বুঝতে পারছেন কম্পিউটার ভাইরাস কি ?কাকে বলে? তাহলে চলেন এবার জেনে নেই কম্পিউটার ভাইরাস কত প্রকার? ও কি কি?


কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি?


কম্পিউটার ভাইরাস দুই প্রকার :

১. নিবাসী ভাইরাস ও 

৩.অনিবাসী ভাইরাস


তাহলে আমরা কম্পিউটার ভাইরাস কি। কম্পিউটার ভাইরাস কাকে বলে। কম্পিউটার ভাইরাস কত প্রকার কি কি জানলাম। তাহলে এবার চলেন কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম দেখেনি।


কম্পিউটার ভাইরাস এর কয়েকটিনাম।


কম্পিউটার ভাইরাসের কিছু নাম নিচে দেওয়া হল

১. Cryptolocker

২.Storm Worm

৩. Sasser & Netsky

৪MyDoom

৫. Nimda


তাহলে আমরা বিশেষ কিছু কম্পিউটার ভাইরাসের নাম জেনে নিলাম ।তাহলে এবার চলেন আমরা জেনে নেই কিভাবে এই ভাইরাসের লক্ষণ বোঝা যায়।


কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ।


কোন কম্পিউটারে নিম্মে উল্লেখিত সবগুলো আথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে হবে কম্পিউটার

ভাইরাসে আক্রান্ত হয়াছে।যথাঃ-




১। যদি আপনার কম্পিউটার প্রোগ্রাম ফাইল ওপেন করতে বেশি সময় লাগে। তাহলে বুঝবেন আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত।


২। যদি আপনার কম্পিউটারের মেমোরি হ্রাস পায়। আর কম্পিউটার এর স্পীড কমে যায়। তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।


৩। যদি দেখেন আপনার কম্পিউটারটি হ্যাক হয়ে গেছে কোন কাজ করতেছেন এক জায়গায় স্থির হয়ে আছে তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।


৫। আপনি যদি কোন কাজ করেন এবং দেখেন যে আপনার প্রোগ্রামটি স্বাভাবিক ভাবে কাজ করছে না ধীরে কাজ করছে তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।


৬। যদি আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে দেখবেন আপনার ফাইলগুলো বেশি জায়গা খাবে।


৭। যদি দেখেন আপনার কম্পিউটারটি চালু হতে অনেক সময় নিচ্ছে তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।


৮। আপনি একটা কাজ করতেছেন আর হঠাৎ আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে গেল তাহলে বুঝবেন আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত।


৯। আপনার কম্পিউটারটি যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে দেখবেন আপনার কম্পিউটারে যেসব ফাইল গুলো থাকে সেই ফাইলগুলো এমন আমার নাম হয়ে যায় যেগুলো আপনার পড়তে খুব কষ্ট হয় পড়া যায় না সেই নামগুলো।


১০। যদি কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয় তাহলে হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়।



এগুলোর মধ্যে যেকোনো একটি আপনার কম্পিউটারে দেখা দিলে বুঝে নেবেন যে আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন



তাহলে বন্ধুরা আমরা আজ ভাইরাস কি। কম্পিউটার ভাইরাস কি ।কম্পিউটার ভাইরাস কাকে বলে ।কম্পিউটার ভাইরাস কত প্রকার কি কি। কম্পিউটার ভাইরাসের লক্ষণ সমূহ। সব কিছু জানলাম। আশাকরি আপনাদের আর কম্পিউটার ভাইরাস সম্পর্কে অজানা কিছু নাই। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন । কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। যতসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন