ইনকগনিটো মোড কি ? (What is Incognito mode ?) ইনকগনিটো মোড এর সুবিধা?

বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের মাঝে মজার একটি বিষয় নিয়ে । আশা করি বিষয়টা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা সবসময় নিজেদের জিনিস গুলো বা সবকিছু গোপন রাখতে পছন্দ করি । আপনি কারো সাথে কথা বলছেন সেটাও গোপন রাখতে পছন্দ করেন। যাই করেন না কেন সেটা আপনি গোপন রাখতে পছন্দ করেন । তার কোন চিহ্ন রাখতে চান ।

যে টাইমে কথাটা হবে ওই টাইম টুকুই সেটা থাকবে কিন্তু অন্য টাইমে সে কথাগুলো আর থাকবে না। এরকম হলে খুবই ভাল হত তাইনা । মাঝে মাঝে মনে হয় যদি এরকম হয় যে আমি কথা বলছি তার কিছুক্ষণ পর সাথে সাথে সে গুলো ডিলিট হয়ে যায় বা একটা কাজ করছি সেগুলো যেন আর কেউ দেখতে না পারে ।খুব ভালো হয় তাইনা।এমন একটা মজার বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি ।তো আর দেরি না করে চলেন বিষয়টা কি জেনে নি।

আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো ইনকগনিটো মোড কি। কাকে বলে ?এটার সুবিধা কি ? চলেন দেরি না করে আমরা আমাদের মূল টপিকে চলে যায়।


ইনকগনিটো মোড কি ?

ইনকগনিটো মোড কি ?


এককথায় বলা যায় ইনকগনিটো মোড হল গোপনীয়তা মোড।এই মোড টা আপনি চালু করে যদি কিছু সার্চ করেন তাহলে সেই গুলি সংরক্ষিত হবে না। আপনি যেই মোড টা থেকে বের হয়ে যাবেন আপনা আপনি সব মুছে যাবে।Incognito mode যদি অন করে আপনি কিছু সার্চ করেন তাহলে সেটা তখনই আপনি দেখতে পারবেন। 

কিন্তু যেই আপনি ব্যাক হয়ে চলে যাবেন তখন কিন্তু আর আপনি যেটা বলে সার্চ করলেন সেটা আর থাকবেনা। আপনি যখনই ব্রাউজার টা খুলবেন তখনই পুরো নতুন এর মতো লাগবে ।কোনো আগের সার্চ হিস্টোরি থাকবে না। ব্যাপারটা দারুন তাই না এখন আমরা নিজের মনে যা চাই যত খুশি যা মন চায় তাই সার্চ করতে পারবো।কি সুন্দর ব্যাপার। কেউ দেখতেও পাবেনা এটা আমি নিজেও দেখতে পাবো না খুবই মজার। তাহলে বুঝতেই পারলেন ইনকগনিটো মোড কি। তো চলেন এবার ইনকগনিটো মোড এর সুবিধা কি জেনে নি।


Incognito mode সুবিধা?

ইনকগনিটো মোড কি সেটা জেনেছি এবার জানবো এর সুবিধা গুলি এটা আমাদের কি কি সুবিধা দেয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেব।

আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার Incognito mode এর সুবিধা পেয়ে যাবেন।কোন ফটো বা ভিডিও দেখলে সেটা আপনার ফোন বা কম্পিউটারে সেভ হবে না। আপনার দেখা হয়ে গেলে সেটি চলে যাবে। কত সুবিধা তাই না। এখন ইচ্ছেমতো ভিডিও দেখতে পারবেন।


Incognito mode টি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি সারাদিন যদি এটা অন করে কাজ করেন তাহলে আপনি যখন বন্ধ করবেন তখন আর কিছু থাকবে না পুরো একদম পরিষ্কার থাকবে হিস্টোরি।


যদি আপনি কোন অ্যাকাউন্ট ফেসবুক বা ইনস্টাগ্রাম লগইন করেন Incognito mode এ। আপনি যেই মুহূর্তে বন্ধ করে দেবেন আপনার সব একাউন্ট আপনা আপনি লগ আউট হয়ে যাবে আপনাকে আলাদা করে লগ আউট করতে হবে না। অনেক সুবিধা হয়ে গেল তাইনা।এখন যেকোনো কারোর ফোনে আপনি ইচ্ছেমতো আপনার আইডি লগ আউট করতে পারবেন কোন ভয় থাকবে না।


আশাকরি ইনকগনিটো মোড কি এর সুবিধা কি এটা কি কাজ করে বুঝতে পেরেছেন । আশাকরি আমি আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন