018 কোন সিম? | 018 Which Sim?

018 কোন সিম


ওহে বন্ধুরা কেমন আছেন আপনারা ।আশা করি সবাই ভাল আছেন।আমি আজ আপনাদেরকে নতুন কিছু জানাতে চলে এসেছি। আমাদের আজকের টপিক হলো সিম নিয়ে । আপনারা আবার গাছের সিম ভাবছেন নাতো। এটা কিন্তু গাছের সিম না। এটা হল নাম্বার। ফোনে যে সিমটা ব্যবহার করি সেই সিম। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই ০১৮ কি সিম।

০১৮ কোন সিম? 

প্রতিটা দেশের বিভিন্ন ধরনের নাম্বার বা সিম হয়। নাম্বারের কোডগুলো আলাদা আলাদা রকম হয়। আমাদের দেশের যে সিম গুলা আছে সেগুলো হলো গ্রামীন সিম, বাংলালিংক সিম, এয়ারটেল সিম, রবি সিম । প্রতিটা সিমের প্রথম সংখ্যা হচ্ছে


 গ্রামীন - ০১৭।

বাংলালিংক -০১৯

এয়ারটেল-০১৬

 রবি-০১৮


আমরা আজকে কথা বলব রবি সিম কে নিয়ে । তাহলে বুঝতেই পারছেন 018 হলো রবি সিম। আমাদের আজকের আলোচনার বিষয় যখন রবি সিম অর্থাৎ 018 নিয়ে। তাহলে চলেন জেনে নেওয়া যাক রবি সিম সম্পর্কে জানা-অজানা নানা তথ্য। রবি সিমের সব খুঁটিনাটি বিষয়।


রবি সিমের ব্যালেন্স চেক করে কিভাবে?

আমাদের আলোচনার বিষয় যখন রবি নিয়ে ।  রবি সম্পর্কে জানতে হলে সবার আগে যেটা জানা জরুরী সেটা হলো রবি ব্যালেন্স চেক সম্পর্কে। আপনি হয়তো রবি সিম ব্যবহার করেন বা রবি সিম ব্যবহার করতে চাচ্ছেন ।এজন্যই তো রবি সিম সম্পর্কে জানতে এসেছেন। রবি সিম সম্পর্কে জানতে হলে আপনাদের নানা ধরনের কোড সম্পর্কে জানতে হবে। কারণ একটা সিম ব্যবহার করতে হলে তো নানা ধরনের কোড জানা জরুরী আপনার মনে হয়। কিন্তু এখন চলে এসেছি ডিজিটাল যুগে ।

এখন তো না জানলেও চলে কারণ এখন আমাদের গুগল মামার কাছে যাওয়া লাগে না বা কোন কোড না জানলেও কোন সমস্যা হয় না। কারণ আমাদের মধ্যে চলে এসেছে নানা ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ তার মধ্যে আমাদের সিমের জন্যে জনপ্রিয় অ্যাপস গুলো হল মাই রবি অ্যাপস, মাই জিপি অ্যাপ মাই বাংলালিংক ইত্যাদি। এই অ্যাপে পেয়ে যাচ্ছেন আপনারা নানা ধরনের সুবিধা। এখানে আর কোড এর কোনো প্রয়োজন নেই ।

জাস্ট একটা নামালেই হয়ে যাচ্ছে। আপনার অ্যাপ এ গিয়ে পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যালেন্স চেক ,ইন্টারনেট চেক , এসএমএস চেক বা যা প্রয়োজন সবকিছু এই app মধ্যে পেয়ে যাচ্ছেন । আপনার অ্যাপ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় অফারগুলো ও পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক অফার।আর ও অনেক কিছু।


কিন্তু যতই apps থাকুক না কেন সবাই তো আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারে না । সবাই এত বড়লোক না। অনেকে বাটন ফোন ও ব্যবহার করে ।আবার অনেকে আছেন এই সব অ্যাপস এর ঝামেলায় যেতে চায় না। তারা কোড ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তো ভাববেন না যে শুধু অ্যাপ এর কথা বলব আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি অনেক ধরনের কোড। যা দ্বারা আপনারা আপনাদের রবি সিম এর সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তো চলে আর দেরি না করে আমরা দেখেনি রবি সিমের সকল কোড গুলো।


রবি ব্যালেন্স চেক কোড।

এবার আমরা রবি প্রয়োজনীয় সকল কোড গুলো চলুন দেখে নিই।

1.ব্যালেন্স চেক করতে এবং বকেয়া বিলের জন্য ডায়াল *1#

2.মিনিট বান্ডেল দেখতে ডায়াল *0#

3.নিজের নাম্বার দেখতে ডায়াল *2#

4.ডাটা প্যাক ইন্টারনেট অথবা এমবি চেক করতে ডায়াল *3#

5.ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল *4#

6.নেট সেটিং রিকোয়েস্ট করতে ডায়াল *5#


আশাকরি উপরের লেখা কোড গুলো আপনাদের কাজে আসবে। ও আরো কয়েকটি কোড ছিল। সেগুলো জেনে নি।


1.সিম প্যাকেজ চেক *6#

2.ইমারজেন্সি ব্যালেন্স চেক *৪#

3.All Vas Stop Request *9#

4.এসএমএস চেক *222*11#

5.আপনার অফার জানতে *999#


তো বন্ধুরা আমাদের আজকের টপিক ছিল 018 অর্থাৎ রবি সিম । আশাকরি রবি সিম নিয়ে আপনাদের জানা অজানা সকল তথ্য আমি এখানে দিতে পেরেছি । সকলের এ থেকে আশাকরি অনেক উপকার হয়েছে। তো আমার পোস্টটা পড়ার জন্য আপনাদের ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন