VPN কি? কিভাবে কাজ করে? সুবিধা অসুবিধা , কেন ব্যাবহার করবো।

VPN কী?What is VPN


আজকে আমরা VPN সম্পর্কে জানব। এখন অনেকের মনে প্রশ্ন আসছে VPN কি? কিভাবে কাজ করে? এর সুবিধা কি অসুবিধা কি? বা কেন ব্যবহার করবো ? তো আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব।


আমরা এখন ইন্টারনেটের যুগে বসবাস করছি ।আমরা ফেসবুক ,মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু ব্যবহার করছি। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপস। যেগুলো ছাড়া এখন আমরা চলতে পারি না। এগুলোর মধ্যে আমাদের অনেক গোপনীয় তথ্য থাকে। এগুলো একদম পার্সোনাল জিনিস। একদম নিজস্ব জিনিস। 

আপনার এই পার্সোনাল জিনিস অনেকে এখন হ্যাক করার চেষ্টা করে বা হ্যাক করে। তাই আমাদের পার্সোনাল জিনিসগুলো সুরক্ষিত রাখা খুবই দরকার। সুরক্ষিত রাখার জন্য VPN আমাদের সহযোগিতা করে। ভিপিএন এর মাধ্যমে আমরা সহজেই আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো সুরক্ষিত রাখতে পারি। VPN আমাদের এমন ভাবে সুরক্ষিত করে যে আমাদের অ্যাকাউন্টগুলো সেই হ্যাকার বা অন্য ব্যক্তি কখনোই খুঁজে পাবেনা। বা বিভিন্ন ভাবে সুরক্ষিত রাখতে পারি।

শুধু যে সুরক্ষিত রাখার জন্য ভিপিএন ব্যবহার করা হয় তা নয় বিভিন্ন কাজেও ভিপিএন ব্যবহার করা হয় তাহলে চলেন ভিপিএন সম্পর্কে আমরা আর জেনে নি।


VPN কী?What is VPN?


VPN এর পূর্ণ রূপ হল- Virtual Private Network

 সহজভাবে বলতে গেলে ভিপিএন হলো এমন একটি মাধ্যম যেটা দ্বারা আপনার সকল তথ্য বা গোপনীয় জিনিস বা যেকোনো কিছু সুরক্ষিত রাখতে পার। মানে ভিপিএন এর মুল কাজ সবকিছু সুরক্ষিত করা।

সঠিকভাবে বললে  VPN হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এবং এটি জিনিসগুলোকে গোপন করতে সাহায্য করে । এটি একটি নিরাপদ নেটওয়ার্ক। এটি আপনাকে বিভিন্ন ধরনের সুবিধা দেয় । আপনার ডেটা বা তথ্য গুলো সুরক্ষিত রাখে ।


 আপনি হয়তো নিজেকে জিজ্ঞাসা করছেন কেন VPN ব্যবহার করতে আগ্রহী হবেন। তাহলে বলব একটি VPN ব্যবহার করার প্রাথমিক উত্তর হল গোপনীয়তা। তাহলে বুঝতেই পারছেন ভিপিএন কি। এখন দেখেনি VPN কিভাবে কাজ করে।


VPN কিভাবে কাজ করে?


ভিপিএন কি সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এখন দেখে নিবেন কিভাবে কাজ করে।

একটি VPN এর সাথে সংযোগ করা খুব একটা কঠিন কিছু না বেশ সহজ। VPN যদি ব্যবহার করতে চান। তাহলে প্রথমে আপনি VPN সফ্টওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করুন৷ তারপর আপনি কোনটা সাথে সংযোগ করবেন সেটা নির্বাচন করুন । মানে আপনি একটি সার্ভার নির্বাচন করুন যার সাথে আপনি সংযোগ করতে চান এবং তারপর VPN বাকি কাজ করবে।


 সংযোগ স্থাপন করা কিছু ঘটনা ঘটতে পারে  আপনার ডেটাতে।  সেগুলো নিচে উল্লেখ দেওয়া হলো।


 কম্পিউটারে থাকা VPN সফ্টওয়্যার টি আপনার ডেটাগুলোকে এনক্রিপ্ট মানে ডেটা বদলে একটি নিরাপদ সংযোগের মাধ্যমে VPN সার্ভারে পাঠানো হয়। 


 ডেটা আপনার ইন্টারনেট মাধ্যমেও দেওয়া যায়  যায়, কিন্তু এনক্রিপশনের মাধ্যমে দেওয়ার  কারণে তারা আর এই ব্যাপারে কথা বলতে পারে না ।


কম্পিউটার থেকে  আপনার Change করা ডেটা VPN সার্ভার পাসওয়ার্ড  দ্বারা খোলা হয়।

 তারপর VPN সার্ভার টি আপনার ডেটা ইন্টারনেটে পাঠাবে এবং একটি Answer  দিবে , যা ব্যবহারকারীর বা আমাদের জন্য ।

 তারপর ট্রাফিক VPN-সার্ভার দ্বারা আবার তথ্য পাঠানো হয়  তারপর আপনাকে আবার পুনরায় ফেরত পাঠানো হয়।


তাহলে বুঝতে পারছেন কিভাবে ভিপিএন কাজ করে।


আরেকটু সহজভাবে বুঝায় ধরেন আপনি আপনার বন্ধুর কাছে একটা চিঠি পাঠাবেন। তবে একজনের মাধ্যমে ।আর তাই আপনি চান যার মাধ্যমে পাঠাবেন সে যেন আপনার চিঠি পড়ে বুঝতে না পারে যে আপনি কি লিখেছেন। তাই আপনি আপনার চিঠিতে যে লেখাগুলো লিখেছেন সেগুলো কিছু সংখ্যা বা অক্ষর দিয়ে বদলে দেবেন যে সংখ্যাগুলো আপনার ওপারের ব্যক্তি। 

মানে যার কাছে আপনি চিঠিটা দিচ্ছেন সে আগে থেকেই জানে। আর চিঠি টা পাওয়ার পরে আপনার সেই বাক্তি সংখ্যা বা অক্ষর বদলে সঠিক চিঠিটা পড়ে নেবে। আশাকরি ভিপিএন কিভাবে কাজ করে বুঝে গেছেন।


VPN এর সুবিধা ও অসুবিধা কি?

প্রতিটা জিনিসের সুবিধা ও অসুবিধা আছে। তেমনই ভিপিএন এর সুবিধা অসুবিধা আছে। তো চলেন জেনে নি ভিপিএন এর সুবিধা অসুবিধা কি? কি?

VPN এর সুবিধা।


  • VPN ব্যবহার করে আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন
  • VPN ব্যবহার করলে আপনি কোথায় আছেন  বা আপনার অবস্থান কেউ জানতে পারবে না। আপনি সবসময় নিজেকে গোপন রাখতে পারবেন।
  • IP address  হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ, হ্যাকারদের হাতে পড়ার সম্ভাবনা থাকবেই না।
  • আপনার ইন্টারনেট সেবা ফুল  স্পিড পাবেন। মানে আপনার নেট খুব দ্রুত কাজ করবে। আরো অনেক ধরনের সুবিধা আছে।

সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তবে এর বেশি অসুবিধা কিছু নেই।

এর একটাই অসুবিধা  হচ্ছে এটি আপনাকে টরেন্ট ফাইল ডাউনলোডের সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণভাবে ইন্টারনেট ওপর  নির্ভরশীল। VPN সার্ভিস কিন্তু  ফ্রি হতে পারে। যদিও

অধিকাংশ VPN সার্ভিসের জন্য টাকা দিতে হয়।

তাহলে আশাকরি VPN সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছি। ভিপিএন সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনেছেন আমি মনে করি ।কষ্ট করে আমার পোস্টটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন