এন্টিভাইরাস কি? বা এন্টিভাইরাস কাকে বলে? এন্টিভাইরাস এর কাজ কি? এন্টিভাইরাস ব্যবহারের সুবিধা কি?

 

এন্টিভাইরাস

আমরা এখন প্রায় সবাই কম্পিউটার এবং মোবাইল ফোন ব্যবহার করি। আমরা যারা মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার করি তারা সবাই ভাইরাস সম্পর্কে জানি।যেমন কম্পিউটার  ভাইরাস।কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে কম্পিউটার একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।ভাইরাসটা একদম ক্যান্সারের মতো। একবার যার শরীরে যায় তাকে শেষ করে দেয়। তাই আজ আমরা এই ভাইরাস থেকে দূরে থাকার জন্য। আজকের পোস্টটা ভালোভাবে আলোচনা করব। আজকের আলোচনা বিষয় হল এন্টিভাইরাস কি? এন্টিভাইরাস কাকে বলে? এন্টিভাইরাস এর কাজ কি? অ্যান্টিভাইরাসের সুবিধা কি? 

এন্টিভাইরাস কি? এন্টিভাইরাস কাকে বলে? 

এন্টিভাইরাস হলো একটি প্রোগ্রাম।এটি কম্পিউটারে থাকা ভাইরাসকে দূর করতে সাহায্য করে এবং কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করে।সাধারণভাবে বলতে গেলে এন্টিভাইরাস হলো রক্ষক। সব ধরনের ভাইরাস থেকে কম্পিউটার কে রক্ষা করে। এন্টিভাইরাস আপনার কম্পিউটারে থাকা ভাইরাসকে শনাক্ত করে। তারপর প্রতিকার করেন। এন্টিভাইরাস আপনার কম্পিউটার  কে সুন্দর ভাবে রক্ষা করে।  তাহলে আশা করি অ্যান্টিভাইরাস কি সেটা বুঝতে পেরেছেন? তাহলে চলেন দেখে নেওয়া  যাক এন্টিভাইরাস এর কাজ কি? মূলত এন্টিভাইরাস  কোন কাজগুলো করে? 

এন্টিভাইরাসের কাজ কি? 

আপনার যদি একটা কম্পিউটার থাকে তাহলে বেশিরভাগই আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হবে। কারণ ভাইরাস  সুযোগ খোঁজে কখন কম্পিউটারে ঢুকবে আর সবকিছু নষ্ট করে দেবে।শয়তানের কাজ মানুষের খারাপ করা। ঠিক তেমনি ভাইরাসের কাজ হল কম্পিউটারে ঢুকে সব নষ্ট করা। সুযোগ পেলেই ভাইরাস কম্পিউটারে ঢুকে পড়ে। তাই এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস সাহায্য করে। এন্টিভাইরাস এর কাজ হল ভাইরাস থেকে কম্পিউটার কে রক্ষা করা।কোন কিছু ডাউনলোড  করার সময় সেখানে ভাইরাস আছে কিনা সেটা সনাক্ত করা এন্টিভাইরাসের কাজ। তাহলে আশা করি এন্টিভাইরাস  এর কাজ কি সেটা বুঝতে পেরেছেন। এখন এন্টিভাইরাস কোনগুলো সেটা জানাও দরকার। নিচে কিছু অ্যান্টিভাইরাসের নাম দেওয়া হল। 

এন্টিভাইরাস গুলো হচ্ছে -

  • Avast
  • Avira
  • Microsoft Defender 
  • Adware
  • ZoneAlarm
  • AVG
  • Bitdefender
  • Panda
  • 360 security 
  • Norton
  • SamDav


এন্টিভাইরাসের সুবিধা গুলো

এন্টিভাইরাসের অনেক ধরনের সুবিধা আছে তার মধ্যে  সব থেকে বড় সুবিধা হল এটি কম্পিউটার কে রক্ষা করে।কম্পিউটারের সকল ধরনের ডাটা সুরক্ষিত রাখ। এন্টিভাইরাস থাকলে  কোন ধরনের দুশ্চিন্তা ছাড়া ডাউনলোড করতে পারবেন। হ্যাং হওয়া থেকে আপনার কম্পিউটার কে  দূরে রাখবে। আপনি দ্রুত  run করতে পারবেন।  কম্পিউটারের যত ধরনের অনলাইন সাইট আছে সবগুলো নিরাপদে থাকবে। কম্পিউটার নিরাপদে থাকবে এবং সব ধরনের ভাইরাস থেকে মুক্ত করবে। 

তাহলে আশা করি আপনারা এন্টিভাইরাস কি বা এন্টিভাইরাস কাকে বলে। এন্টিভাইরাস এর কাজ কি। এন্টিভাইরাস ব্যবহারের সুবিধা কি এই সব কিছু সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছো।এন্টিভাইরাস সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথা সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন