গুগল এডসেন্স কি? What is Google adsense?

 


 বন্ধুরা আজ আমি তোমাদের সাথে গুগল এডসেন্স কি? সে সম্পর্কে আলোচনা করতে এসেছি। আজকের আর্টিকেল গুগল এডসেন্স কি? google এডসেন্স থেকে আয় করার উপায় সম্পর্কে জানতে পারবে।এখন ঘরে বসে হাজার হাজার মানুষ এই গুগল এডসেন্স থেকে আয় করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। অনেকে তো গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব করে ফেলছে। আমরা কেন পিছিয়ে আছি। 

আমাদেরও তো স্বপ্ন আছে গাড়ি-বাড়ির।তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা আয় করব? তো চলেন জেনে নেওয়া যাক কিভাবে গুগল এডসেন্স থেকে আয় করব। 

তোমরা হয়তো অনেকে শুনেছো মানুষ ব্লগিং বা ইউটিউব থেকে টাকা ইনকাম করছে। তার এই ব্লগিং বা ইউটিউব থেকে এডসেন্স এর মাধ্যমে ইনকাম করছে। তাছাড়া ইনকাম করা সম্ভব না। তবে ভয় পেয়ো না এখন অনলাইনে ইনকাম করা তেমন কঠিন কোন কাজ না। তোমরা খুব সহজভাবে ইনকাম করতে পারবে। 

অনলাইনে ইনকাম করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো গুগল এডসেন্স । ইনকাম করার জন্য আরো অনেক উপায় আছে তবে গুগল এডসেন্স সব থেকে সহজ উপায় ইনকাম করার জন্য। আর গুগল এডসেন্স থেকে আরো বেশি বেশি ইনকাম করার যায়। গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারবে সবাই। 

কিন্তু তার আগে আমাদের ধৈর্য আর পরিশ্রম দিতে হবে। কারণ কোন কাজ পরিশ্রম ছাড়া হয় না। বসে বসে তো কেউ তোমাকে টাকা দেবে না। বিনা কাজে ইনকাম করা যায় না। আর হয়তো যেতে পারে তবে আমার জানা নেই।তো আর না বকে চলো জেনে নেওয়া যাক গুগল এডসেন্স কি? গুগুল এডসেন্স এ কিভাবে ইনকাম করতে হয়?


গুগল এডসেন্স কি?What is Google Adsense? 

 advertiser রা তাদের অ্যাড বা বিজ্ঞাপন টাকা দিয়ে দেখাতে চাই। আর পাবলিশাররা সেই অ্যাড বা বিজ্ঞাপন তাদের নিজেদের ওয়েবসাইটে দিয়ে মানে adveriserকাছ থেকে ইনকাম করে। সহজ ভাবে বলতে গেলে ধরো একটা কোম্পানি তাদের বিজ্ঞাপন গুলো মানুষকে দেখাতে চাই। কিন্তু তাদের বিজ্ঞাপন দেখাতে গেলে কোন মাধ্যম লাগবে। মানে তাদের বিজ্ঞাপন কোন একজন মানুষের মাধ্যমে সবার কাছে পৌছে দিবে। আরে এই কাজগুলো publisherরা করে। 

তারা তাদের নিজেদের ওয়েবসাইটগুলোতে দেখায়। publisher যে তার অবশ্যই একটা ওয়েবসাইট বা চ্যানেল থাকা লাগবে না হলে সে ইনকাম করতে পারবেনা। আশা করি তোমরা গুগল এডসেন্স কি সে সম্পর্কে বুঝতে পেরেছ।তাহলে চলো দেখে নেওয়া যাক গুগল অ্যাডসেন্স কিভাবে ইনকাম করা যায়।


 গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়? 


তুমি যদি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চাও সবার প্রথমে তোমার একটা ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকা লাগবে।শুধু বানালে হবে না, সেখানে তোমাকে নিয়মিত আর্টিকেল লিখতে হবে বা যদি তুমি ভিডিও দাও তাহলে তোমাকে নিয়মিত ভিডিও দিতে হবে। সেখানে কোন কপি করা যাবে না। কপি করলে তোমার এডসেন্স এপ্রুভ হবে না। তারপর তোমার ব্লগ বা চ্যানেল যখন ভিজিটার আসবে তখন তুমি এডসেন্সের জন্য এপ্লাই করতে পারবে। 

একবার চ্যানেল যদি সব দিক দিয়ে পারফেক্ট থাকে। তাহলে তোমার ব্লগ বা চ্যানেলে অ্যাড এপ্রুভ হবে তারপর তুমি তোমার ব্লক বা চ্যানেলে বিজ্ঞাপন দেখাতে পারবে।তারপর ব্লগ বা চ্যানেলে যত বেশি ভিজিটর আসবে যত বেশি ক্লিক হবে। তোমার ইনকাম তত বেশি হবে। যখন ১০০ ডলার হয়ে যাবে।তখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

তাহলে আশা করি তোমাদের সহজ ভাবে গুগল এডসেন্স সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি। google Adsense কি। গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই সব ধারণা পেয়ে গেছো। তাহলে আর দেরি না করে দ্রুত ইনকাম করা শুরু করে দাও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব তোমাদের কমেন্টের answer দেব।ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন