ক্যাশ ( Cache ) মেমোরি কি ? কিভাবে কাজ করে ? কত প্রকার কি? কি?

 

ক্যাশ মেমোরি কি ?



হেই বন্ধুরা কেমন আছো তোমরা। আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আমাদের আজকের টপিক হলো ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি সম্পর্কে আমরা যাবতীয় তথ্য জানবো। এখন ভাবছেন ক্যাশ মেমোরি? খুবই অদ্ভুত লাগছে তাই না। লাগাটাই স্বাভাবিক। আমারও লেগেছিল আমি যখন জানতামনা ক্যাশ মেমোরি সম্পর্কে। তখন নামটা শুনে অদ্ভুতই। লেগেছে। কিন্তু এটা তেমন কিছুই না আপনারা ভালভাবেই বুঝতে পারবেন আমার এ পোস্ট টা পড়লে। তো চলেন আর দেরি না করে আমরা ক্যাশ মেমোরি কি ক্যাশ মেমোরি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নি।


ক্যাশ মেমোরি কি?


আমরা কিন্তু ক্যাশ কি সেটা বুঝি । তো ক্যাশ মানে টাকা ।এটা তো সবাই আমরা জানি। আর আমরা যদি এই টাকা দিয়ে ক্যাশ মেমোরি কি সেটা বুঝাই তো আশা করি আপনারা এই উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝতে পারবেন ।তো চলেন আর দেরি না করে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনি আপনার টাকাগুলো এক জায়গায় রাখবেন। এখন আপনি ভাবলেন আপনি ব্যাংকে রাখবেন। ব্যাংক থেকে টাকা আনতে অনেক বেশি সময় লাগে। তাই সেখান থেকে টাকা এনে আমরা রাখি আলমারিতে ।ব্যাংকের তুলনায় আলমারিতে জায়গা কম থাকে ।কিন্তু আমরা আলমারি থেকে সহজে টাকাটা নিতে পারি। আলমারি থেকে আমরা টাকা নিয়ে আমাদের মানিব্যাগে রেখে আমরা পকেটে রেখে ঘুরতে চলে যাই ।এবার আমরা মানিব্যাগ থেকে ইচ্ছামতো টাকা নিয়ে খরচ করতে পারি খুব সহজে । কিন্তু মানিব্যাগে জায়গা তুলনায় অনেক কম থাকে। এরকম ভাবে কাজ করে হলো ক্যাশ মেমোরি ।

এখন ব্যাংকে ধরে নিন কম্পিউটারের হার্ডডিক্স আর আমাদের আলমারি হলো RAM । হার্ডডিস্ক থেকে ডেটা চলে যায় আমাদের RAM এ । RAMথেকে চলে আসে CPU তে । CPU সাথে সাথে ডেটা গ্রহণ করতে পারে না । তাই তার মধ্যে ছোট্ট একটা মেমোরি থাকে। যেমন মানিব্যাগ থেকে তাড়াতাড়ি টাকা নিতে পারি তেমনি ক্যাশ মেমোরি থেকে কোন ডেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারি । এজন্য ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। তাহলে আশাকরি বুঝতেই পারছেন যে ক্যাশ মেমোরি কি।


ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে ?


ক্যাশ মেমোরি কি সেটা আমরা জেনেছি। এখন আমাদের প্রশ্ন সে ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে। তাহলে চলুন জেনে নিই ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে। ক্যাশ মেমোরি কি কাজে লাগে।

ক্যাশ মেমোরি আমাদের ব্যবহৃত সময়ে ডেেটা গুলি বা তথ্যগুলি নিজের কাছে সংরক্ষণ করে রাখে। এর ফলে সবচেয়ে কম সময়ে এবং দ্রুতগতিতে ওই যেটা পুনরায় প্রসেস হতে সক্ষম হয়।

ক্যাশ মেমরি আমাদের আগে ইনপুট করা বিভিন্ন তথ্য তার নিজের কাছে সংরক্ষণ করে, তারপর সেই তথ্য আমরা যখনই  আবার দেখতে চাই  তখন RAM থেকে না গিয়ে সরাসরি সেটা ক্যাশ থেকে প্রসেসর এ গিয়ে প্রসেস হওয়া শুরু করে। তাহলে আশাকরি বুঝতে পেরেছেন ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে। চলেন দেখেনি ক্যাশ মেমরি কয় প্রকার কি কি?


 ক্যাশ মেমোরি কয় প্রকার ও কি কি ?


ক্যাশ মেমোরি কত প্রকার কি কি সে সম্পর্কে জানব। এতক্ষণ আমরা ক্যাশ মেমোরি কাকে বলে এবং কিভাবে কাজ করে তা সম্পর্কে বিস্তারিত জেনেছি। ক্যাশ মেমোরি অনেকগুলি ভাগ আছে ।

চলুন দেখি নি যে এই ক্যাশ মেমোরি সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। এবং কি কি - 


ক্যাশ মেমোরি 4 প্রকার। যথা,

১.Browser Cache 

২.Memory Cache 

৩.Disk Cache 

৪.Processor Cache


তাহলে আমরা ক্যাশ মেমোরি কি। ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে বা কত প্রকার কি কি। এসব সম্পর্কে জানলাম ।আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন