Webpage কিভাবে ডাউনলোড করব? | How to download a webpage ?

চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে । আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ওয়েব পেজ কিভাবে ডাউনলোড করতে হয়।

আমাদের সবার কাছে সব সময় পর্যাপ্ত নেট থাকেনা। সব সময় নেট ও ভালো পায়না।  যার কারণে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে অসুবিধা হয় । আর সেই তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডাউনলোড করতে হয় । যাতে আমাদের নেট না থাকলেও অফলাইনে সেই কাজটা দেখে নিতে পারি ।  আমরা হয়তো অনেকেই জানি না কিভাবে ওয়েব পেজ ডাউনলোড করতে হয়। বা কিভাবে পোস্ট অফলাইনে আমরা দেখব নেট ছাড়া ।  তাই আমি আজ আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো যে ওয়েব পেজ কিভাবে ডাউনলোড করতে হয় ।

তাহলে চলেন আর দেরি না করে দেখেনি কিভাবে ওয়েব পেজ ডাউনলোড করতে হয় । নিচে ওয়েবপেজ ডাউনলোড করার নিয়ম ভালোভাবে দেখানো হল।

ওয়েব পেজ ডাউনলোড করার নিয়ম।

ওয়েব পেজ ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে chrome app এ। এখন সবার হাতে নিশ্চয়ই স্মার্টফোন আছে এখন আপনারা আপনাদের স্মার্টফোনের সামনে দেখবেন chrome বলে একটা app আছে । এখন আপনারা ঐখানে ক্লিক করেন।


 তারপর chrome  যেয়ে আপনারা যে পেজটা ডাউনলোড করবেন সেই পেজটা সার্চ দিবেন। আমি যে কোন একটা বিষয় সম্পর্কে সার্চ দিলাম। কম্পিউটার কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন আমি সবুজ কালি দিয়ে গোল করে দিয়েছি।



তারপর দেখবেন ওখানে অনেক গুলো পেজ চলে আসবে। তার মধ্যে আপনি যেকোন একটা পেজের মধ্যে ক্লিক করবেন ।মানে যেটা আপনার প্রয়োজন সেটা ।তো আমি এখানে প্রথম পেজটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন পেজটা আপনার সামনে চলে এসেছে ।এখন আমাদের মেইন বিষয় হলো কিভাবে ডাউনলোড করব ।আপনি পেজের একদম কোনায় দেখেন আমি সবুজ কালি দিয়ে গোল করে দিয়েছি । ওইখানে ক্লিক করুন।


ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা অপশন এসেছে। অপশনে অনেক বিষয় সম্পর্কে আছে ।আপনি একদম  প্রথমে দেখবেন ডাউনলোড করার লোগো পেয়ে যাবেন ।ওইখানে ক্লিক করবেন। আমি সব গুলো দেখেন সবুজ কালি দিয়ে গোল।। করে দিয়েছি।

তারপর ওখানে ক্লিক করার পর দেখবেন আপনার পেজটি ডাউনলোড হয়ে গেছে।

এখন দেখতেই পারছেন আপনার ডাউনলোড কমপ্লিট । এখন আপনারা ভাবছেন আমরা কিভাবে বুঝব যে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা ।তো আপনারা ওপেন নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করুন।


ক্লিক করার পর দেখবেন আপনার পেজটি আপনার সামনে এসেছে। এখন ভাবছেন কীভাবে বুঝব পেজটা অফলাইন হয়েছে । তো দেখেন আপনার পেজের উপরে অফলাইন বলে একটা অপশন আছে। ওখানে মার্ক করা আছে ।তাহলে ওটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের পেজটা অফলাইন হয়ে গেছে।



এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কিভাবে দেখব ।যে আমাদের ডাউনলোড টা কোথায় হয়েছে। তো চলেন দেখে আসি ডাউনলোড করা পেজ গুলো কোথায় পাবো। আমরা নতুন করে আবার ক্রমে যাব। মোবাইলে ডাটা অফ করে। ক্রমে যাওয়ার পর ওই কোনায় যে তিনটার ফোটা দেওয়া একটা অপশন আছে। ওখানে ক্লিক করব ।



ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন চলে আসবে। অপশনে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে ।ওই অপশন এ ক্লিক করবেন।


ওখানে ক্লিক করার পর দেখবেন আপনি যে পেজটা ডাউনলোড করেছেন সেটা আপনার সামনে চলে আসবে।



তাহলে এবার দেখতেই পারছেন আপনাদের পেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা নেট ছাড়াই অফলাইনে পেজটা দেখতে পাচ্ছেন । আশা করি আপনাদের ওয়েব পেজ কিভাবে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে সঠিক ভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন