এফিলিয়েট মার্কেটিং কি? Affiliate marketing ki?



আজকে আমাদের আলোচনার বিষয় হলো এফিলিয়েট মার্কেটিং কি ? ( affiliate marketing ki) অনেকে এই মার্কেটিং সম্পর্কে জানে না বা ধারণা নেই। শব্দটি খুবই অচেনা মনে হচ্ছে আবার অনেকের কাছে খুবই চেনা।যারা অনলাইনে ইনকাম করে তাদের কাছে এটা অজানা নাও হতে পারে। তারা হয়তো এ সম্পর্কে জানে। অ্যাফিলিয়েট মার্কেটিং দ্বারা আপনি ইনকাম করতে পারেন। তার জন্য আপনাকে অনলাইনে একটি প্লাটফর্ম করতে হবে। 

মানে অনলাইনে আপনাকে একটি নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে হবে, সেটা হতে পারে কোন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা কোন গ্রুপ । তো চলেন আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে চলে যায়। আমাদের মূল টপিক হলো এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা অসুবিধা বা  এই বিষয়ে হাবিজাবি 

এফিলিয়েট মার্কেটিং কী? Affiliate marketing Bangla tutorial

এখন ইন্টারনেটের যুগ। অনলাইনে বসে আমরা সবকিছুই করতে পারি । ইন্টারনেটে আমরা সবকিছুই করতে পারি ঘরে বসে। এখন আমাদের বাইরে চাকরি করতেও যাওয়া লাগে না। আমরা ঘরে বসে ইনকাম করতে পারি অনলাইনে মাধ্যমে । অনলাইনে ইনকামের সবথেকে ভালো মার্কেট হল এফিলিয়েট মার্কেটিং ।এফিলিয়েট মার্কেটিং দ্বারা আমরা খুব ভালো হবে ইনকাম করতে পারি। এটা খুবই জনপ্রিয় একটি মার্কেটিং । তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জেনে নি।

what is affiliate marketing? 

এফিলিয়েট মার্কেটিং হল কোন একটা কোম্পানির জিনিস আপনি কোন একটি মাধ্যমে  লিংক দিয়ে সেই জিনিসটা বিক্রি করে আপনি যে কমিশন পান তাকে এফিলিয়েট মার্কেটিং বলে। 

সহজভাবে বলতে গেলে ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে এখন ওয়েবসাইটে আপনি পোষ্ট করছেন কোন একটা কোম্পানির জিনিস নিয়ে ধরেন সেটা ল্যাপটপ বা অন্য কিছু এখন ল্যাপটপ সম্পর্কে আপনি অনেক ভালো ভালো তথ্য অন্য আর্টিকেলের লিখছেন লেখার পরে আপনি সেখানে আপনার এফিলিয়েট কোম্পানির লিংকটা আপনি আপনার আর্টিকেল শেষের দিয়ে দিয়েছেন এখন আর 

যারা আপনার পোস্টটি পড়বে তখন তারা যদি সেই আর্টিকেলটা পড়ে যে ভালো লাগে যে ল্যাপটপ কেনা যাবে তাহলে তখন সে আপনারা লিংকে ঢুকে ঢোকার পরে সে যদি সেই ল্যাপটপটা কিনে তখন সে কোম্পানি আপনাকে কিছু কমিশন দেবে বা আপনি এই কাজটা করে কিছু ইনকাম করতে পারবেন আর একেই এফিলিয়েট মার্কেটিং বলে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন এফিলিয়েট মার্কেটিং কি জানেন এবার জেনে নিন অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কেন করব।

এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা অসুবিধা

আজকের আর্টিকেলে এফিলিয়েট মার্কেটিং কি সেই সম্পর্কে জানলাম । তাহলে এবার চলুন আমরা জেনে নিই এফিলিয়েট মার্কেটিং কেন করব ? বা সুবিধা অসুবিধা কি? প্রশ্ন আসতে পারে যে আমরা এফিলিয়েট মার্কেটিং কেন করব? এতে সুবিধা কি? এটা কেন জনপ্রিয় ? প্রশ্ন আসতেই পারে তো চলেন আমরা জেনে নেই এফিলিয়েট মার্কেটিং কেন করব?


এখন অনলাইনের যুগ । অনলাইনে ঘরে বসেই আমরা বিভিন্ন ইনকাম করতে পারি। অনলাইনে এখন অনেক ধরনের ইনকাম সোর্স বের হয়েছে তার মধ্যে এফিলিয়েট মার্কেটিং একটি । আমরা অনলাইনের মাধ্যমে ইউটিউব বা কোন ওয়েবসাইট খুলে ব্লগিং করে ইনকাম করছি। আর এখন ঘরে বসেই যদি ইনকাম করা যায়। তাহলে কেন আমরা ঘরে বসে ইনকাম করব না । কেন আমরা ঘরে বসে এইসব ইনকামের সোর্স গুলো বেছে নেব না অবশ্যই বেছে নেব। 

কারণ কেউ চায় না অন্যের গোলামী করতে। কারণ আপনি কোন একটা চাকরি করতে গেলে আপনার কারো আন্ডারে থাকতে হবে । নিয়ম মেনে কাজ কাম করতে হবে । কোন ভুলত্রুটি হলে তারা আজে বাজে ভাষায় গালাগালি দেয় সে গালাগালি শুনতে হবে কারণ সে আপনার বস। সে যাই অর্ডার করবে  আপনাকে তাই করা লাগবে । তাই এই চাকরি অনেকেরই পছন্দ হয় না এখন যদি আপনারা অনলাইনে ঘরে বসেই কাজ করতে পারেন। নিজেই নিজের বস হতে পারেন। 

তাহলে কেন আপনি অনলাইনের কাজ করবেন না। চাকরি করতে গেলে আপনাকে  পড়তে হয় আপনার পড়াশোনা কমপ্লিট না করা পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন না। পড়ালেখা কমপ্লিট করার পরেও আপনার যদি ভালো যোগ্যতা না থাকে তাহলে আপনি চাকরি পাবেন‌ না। তেমনি আপনি যোগ্য না হলে আপনি অনলাইনের কাজ বা কোনো কিছুই করতে পারবেন নাকরতে পারবে না। চাকরির ক্ষেত্রে আপনাকে পড়াশোনার যোগ্যতা লাগবে । কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা ব্যাতিক্রম । আপনাকে শুধু এই কাজের সাথে লেগে থাকতে হবে ।

কাজ সম্পর্কে শুধু একটু জানতে হবে । তাই আপনাকে সেই সম্পর্কে ভাল করে জানতে হবে। যে সম্পর্কে আপনি কাজ করতে চান বা যে সাইটে আপনি কাজ করতে চান । তারপরে আপনাকে একটা অনলাইনের কাজ শুরু করতে হবে । আপনাকে প্রচুর রিচার্জ করতে হবে ।যে এটা কেন হল ?এটা কিভাবে করতে হয় ? মানে আপনার মনে যা আসবে সবকিছু নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন । অনলাইনে ইনকাম করে যদি আপনি সফল হতে পারেন । 

তাহলে কেন আপনি অন্যের আন্ডারে কাজ করবেন। আপনি নিজেই নিজের আন্ডারে কাজ করবেন নিজেই নিজের বস হবেন।  অনেক বকে ফেলেছি । তাহলে বুঝতেই পারছেন এফিলিয়েট মার্কেটিং কেন করব কেন আমরা অনলাইনের দুনিয়ায় কাজ করব।তো চলেন এবার জেনে নি এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে করব?

প্রশ্ন আসতেই পারে এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে তাহলে চলুন জেনে নিই এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে একজন বিক্রেতা অথবা প্রোডাক্ট  উৎপাদনকারী কোম্পানি প্রথমে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম তৈরী করেন। 

এরপর সেই তিনি তার প্রোডাক্ট প্রোমোট করার উদ্দেশ্যে অ্যাফিলিয়েট মার্কেটারকে ইউনিক লিংক প্রদান করে। এই ইউনিক লিংক ব্যবহার করে প্রতি অ্যাফিলিয়েট মার্কেটার মানে ব্লগার থেকে আসা সেলকে খুব সহজেই গণনা করা যায়। অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে যখন কোনো ক্রেতা কোনো প্রোডাক্ট ক্রয় করেন, তখন ব্রাউজারে কুকি’র মাধ্যমে ডাটা সংরক্ষিত হয়। এই কুকি সেলারকে অ্যাফিলিয়েট সেল সম্পর্কে জানিয়ে দেয়। কুকি থেকে প্রাপ্ত ডাটা অনুসারে অ্যাফিলিয়েট মার্কেটারের প্রাপ্ত কমিশন অ্যাফিলিয়েট মার্কেটারকে বুঝিয়ে দেয় সে বিক্রেতা বা কোম্পানি।

সহজভাবে বোঝায় একটা কোম্পানি তার প্রডাক্ট বিক্রির জন্য একটা এফিলিয়েট প্রোগ্রাম খোলে প্রডাক্ট অনলাইনে বিক্রির জন্য । তারপর তো কোন পেজ বা ওয়েবসাইট তাদের প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে ।এবার লিঙ্কটা দেওয়ার জন্য তারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্লগারদের আর্টিকেলে তাদের লিংক দেয়। এবার কোনো ক্রেতা যখন ওয়েবসাইটে সেই প্রোডাক্ট সম্পর্কে পড়তে আসে ।

পড়ার পরে যখন তার সেই একটা ভালো লাগে তখন সে সেই  লিংকে গিয়ে সে সেই প্রোডাক্টটা ক্রয় করে। এখন ক্রেতাক্রয় করার পর। সেই ব্লগার সেই কোম্পানি থেকে কিছু কমিশন পায়। আর এভাবেই এফিলিয়েট মার্কেটিং কাজ করে। তাহলে আশা করি বুঝতে পারছেন এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। 

তো আশাকরি আপনারাও এফিলিয়েট মার্কেটিং কি?  এফিলিয়েট মার্কেটিং কিভাবে করব? এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে ? সেইসব সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছেন।এই আর্টিকেল থেকে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পেরেছেন। আশাকরি আপনাদের মনে আর কোন দ্বিধা নেই ।এখন আপনারা চাইলেই  এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ। ❤

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন