ডোমেইন এবং হোস্টিং কি ?

 

ডোমেইন এবং হোস্টিং কি ?



ওহে বন্ধুরা দিন কাল যাচ্ছে কেমন। আমার যাচ্ছে ভালো আপনাদের মত। তো আজকে আমরা কথা বলবো ডোমেইন এবং হোস্টিং নিয়ে ।অনেকের কাছে এটা অচেনা হতে পারে আবার অনেকে হয়ত জানেন । কারণ যারা হয়তো অনলাইনে কাজ করেন বা অনলাইনে জগতে থাকেন' তারা ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আশাকরি জানবেন। আবার অনেকে জানেনা তাদের জন্য আজ আমি ডোমেইন ও হোস্টিং সম্পর্কে আলোচনা করব। তাহলে জেনে নিন ডোমেইন ও হোস্টিং কি?


ডোমেইন কি?


এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটে মানুষ অনেক কাজ কাম করে ।তো আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইট খুললেই তো আর কাজ করা সম্ভব না তার জন্য আপনাকে অনেক কিছু কিনতে হয় তারমধ্যে ডোমেইন একটি।

ওয়েবসাইট খুললেই তো হবেনা ওয়েবসাইট খুললেই ওয়েবসাইটের একটি নাম দিতে হয়। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। কারণ ওয়েবসাইটের নাম না থাকলে তো আপনাকে কেউ অনলাইন জগতে খুঁজে পাবে না। সেজন্য ওয়েবসাইটের একটি নাম দেওয়া খুবই জরুরী। না হলে আপনি তো কাজই করতে পারবে না বা ইনকাম করতে পারবেন না।

যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুজে পাই। www.google.com দিয়ে। যে নাম দিলে আপনার ওয়েবসাইটি খুঁজে পাওয়া যাবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন । ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন ব্যবহার করা যায়। ব্যবসা বা সাধারন কাজে ব্যবহারের জন্য আমরা সবাই .com ব্যবহার করে থাকি। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য মানুষ বিভিন্ন ধরনের ডোমেইন ব্যবহার করে থাকেন।

 যেমন: 

অরগানাইজেশনের জন্য .org,

 নেটওয়ার্কিং সাইটের জন্য .net,

 ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।


তাহলে আশা করি আপনারা ডোমেইন কি সেটা বুঝতে পেরেছেন। এবার চলুন জেনে নিই হোস্টিং কি।




হোস্টিং কি?

এতক্ষণ ডোমেইন সম্পর্কে জানলাম তাছাড়া এবার হোস্টিং সম্পর্কে জেনে নি।


আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার কথা ভাবেন তাহালে হোস্টিং কি এর ব্যাপারে আপনাকে অবশ্যই জানতে হবে।


হোস্টিং এমন একটি বিষয় ।ধরেন, আপনার থাকার জন্য একটা ঘর প্রয়োজন হয়। কারণ পৃথিবীতে থাকার জন্য একটা থাকার জায়গা অবশ্যই প্রয়োজন প্রতিটা মানুষের । এখন আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান ।তাহলে ওয়েবসাইটকে তো রাখার জন্য একটা জায়গা দরকার। তাই ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটকে রাখার জন্য একটি হোস্টিং এর প্রয়োজন পড়ে । হোস্টিং কে একটি ঘরের মতো মনে করেন। কারণ এই পৃথীবিতে প্রতিটা মানুষের যেমন একটি থাকার জায়গা লাগে, ঠিক সেই ভাবে ইন্টারনেট দুনিয়াতে একটি ওয়েবসাইটকে রাখার জন্য আপনার জায়গার প্রয়োজন।


 আপনি যদি ইন্টারনেটে কোনো ব্লগ, ওয়েবসাইট বা অ্যাপ চালু করতে চান তাহালে আপনাকে সর্বপ্রথমে সেটা রাখার জন্য একটি জায়গা কিনতে হবে। আর সেই কেনা জায়গা হলো হোস্টিং (hosting). হোস্টিং কিন্তু ফিরি ফিরি পাওয়া যায় না টাকা দিয়ে কিনে নিতে হয় । ডোমেইন যেমন টাকা দিয়ে কিনে নিতে হয়। হোস্টিংও তেমন টাকা দিয়ে কিনে নিতে হয়।


তাহলে আশাকরি হোস্টিং কি বুঝতে পারছেন ।তাহলে ডোমেইন-হোষ্টিং কি সেটা আপনারা সকলে বুঝতে পেরেছেন।


 ডোমেন যেমন অনেক প্রকার হয় তেমন হোস্টিং ও অনেক প্রকার হয়। 


যেমন ধরেন,


শেয়ার হোস্টিং,


ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং,


ডেডিকেটেড হোস্টিং,


ক্লাউড হোস্টিং ।


একটি ওয়েবসাইট ঠিক ভাবে কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিশটি দরকার তা হলো – ডোমেইন এবং হোস্টিং।




তাহলে আশা করছি আমি ডোমেইন ও হোস্টিং সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। আর সঠিক ভাবে বুঝাতে পেরেছি যে ডোমেইন এবং হোস্টিং কি আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের ধন্যবাদ ।ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন