ফ্রিল্যান্সিং কি ? | What is freelancing? | How to Start your Freelancing Career

freelancing image


ফ্রল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং What is freelancing? এতবার ফ্রিল্যান্সিং কথাটি বলার জন্য বুঝতেই পারছেন যে আজকে কোন টপিক নিয়ে কথা বলব। হ্যাঁ আজ আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং এর কাজ কি বা ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে ।সে বিষয় নিয়ে কথা বলবো।


এখন যুগ এসেছে ঘরে বসেই অনলাইনে কাজ করার । আর আমরা বাঙালি। আমরা আরামপ্রিয় মানুষ । আমরা আরামে কাজ করতে পছন্দ করি। আর সেটা যদি হয় নিজের অধীনে একদম নিজের স্বাধীনতা কোন বযস থাকবে না বা অন্য কেউ থাকবে । একদম নিজের ইচ্ছে মত কাজ করবো নিজের স্বাধীন মত কাজ করব। কেউ আদেশ দিবে না যে এটা করো ওটা করো বা এরকম থাকবে না যে এই টাইম এর মধ্যে কাজ করতে হবে। এরকম ব্যাপার যদি হয় তাহলে ভাবেন তো কতই না মজা হয়। একদম নিজের মতো করে কাজ করব। আমি হব নিজেই নিজের বস খুবই ইন্টারেস্টিং তাই না।

এখনকার অফিসের বস গুলোকে দেখলেই মনে হয় গুলি করে উড়িয়ে দিই তাই না। মাঝে মাঝে তো এরকমই মনে হয় যে আমি যদি বস হতাম তাহলে দেখিয়ে দিতাম। ইচ্ছা হয় না যে আমি অন্যের আন্ডারে কাজ করবো না অন্যরা আমার আন্ডারে কাজ করবে তো কেমন লাগবে ভেবে দেখুন তো। ভাবার কি আছে অবশ্যই ভালো লাগবে কারণ কেউ চায় না কারোর আন্ডারে কাজ করতে ।সবাই চাই যে অন্যেরা আমার আন্ডারে কাজ করবে। কিন্তু এটা হয়ে উঠেনা সবার জন্য কারণ সবাই পড়ালেখা করে চাকরি পেছনে ছুটতে থাকে ।

অন্যের আন্ডারে কাজ করার জন্য। কেউ এভাবে ভাবেনা যে আমরা কেন অন্যের আন্ডারে কাজ করব ।আমরা নিজেরা নিজেরা আন্ডারে কাজ করব। আমরা নিজেরাই নিজেদের বস হব ।তো আর এত কথা না বাড়িয়ে চলুন এবার আমাদের মূল আলোচনায় ফিরে যায়। তো আমাদের মূল আলোচনা হল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এমনই একটা জিনিস যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা নিজেরা নিজেদের বস হতে পারি। এবার দেখেনি ফ্রিল্যান্সিং কি।

ফ্রিল্যান্সিং কি?

সহজভাবে বলি ফ্রিল্যান্সিং হলো আপনি ঘরে বসেই নিজের অধীনে কাজ করতে পারবেন বা আয় করতে পারবেন এমনি একটি মাধ্যম। কোন জব ছাড়াই আপনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। জবে যে পরিমাণ টাকা থাকে পান। তার থেকে তিনগুণ টাকা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যেখানে আপনি নিজেই নিজের বস হয়ে থাকতে পারবেন ।পুরোটাই আপনার নিজের ব্যবসা বা নিজের কাজ এখানে কাউকে কৈফিয়ত দেওয়া লাগেনা বা কারো আদেশ মানা লাগেনা । 

ফ্রিল্যান্সিং শুধু নিজের কাজ আপনি নিজে যেভাবে কাজ করবেন সেভাবেই আপনি ফল পাবেন। ফ্রিল্যান্সিংয়ের মানেই হলো স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশা।

আমরা এখন অনলাইনের মাধ্যমে অনেক ধরে নিয়ে কাজ করি।আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন। সেই ধরনের কাজ করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলে।


তাহলে ফ্রিলান্সিং শুরু করতে প্রথমেই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে ফ্রিলান্সিং কি এই বিষয়ের উপর। আশা করি আপনি বুঝতে পারছেন ফ্রিলান্সিং কি। সহজভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। তো চলেন এই মুক্ত পেশায় কি কি কাজ করা যায়।

ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়?

উপরে আমরা ফ্রিল্যান্সিং কি সে সম্পর্কে জানলাম। ফ্রিল্যান্সিং হল মুক্ত পেশা। মানে একদম মুক্তভাবে স্বাধীনভাবে নিজের অধীনে কাজ করাকে বুঝায় ।এখন প্রশ্ন আসতে পারে আমরা এই মুক্ত পেশায় কি কি কাজ করতে পারি । কিভাবে আমরা ফ্রিল্যান্সিং এ কাজ করব। কোন কোন কাজগুলো আমরা ফ্রিল্যান্সিং এ করব। স্বাভাবিক এ প্রশ্নগুলো আসতেই পারে। ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায় তা নিয়ে আলোচনা করি। 

ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ করা যায় । এখন অনলাইনে সব কাজ করা যায় ।এমন কোন কাজ নেই যেটা অনলাইনে করা যায় না। কারণ বিশ্ব আমাদের হাতের মুঠোয়। এখন আমরা ঘরে বসেই সব ধরনের কাজ অনলাইনে করতে পারে। ফ্রিল্যান্সিংয়ে আপনারা ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং অনেক ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ আছে। অহরহ কাজ। কাজের কোন শেষ নেই ।শুধু কাজগুলো আপনাকে খুঁজে নিতে হবে। তো চলেন দেখেনি ফ্রিল্যান্সিংয়ে কোন কোন ধরনের কাজ করা যায়।

ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় কিছু কাজ নিচে দেওয়া হলো।

  1. ব্লগিং
  2. গ্রাফিক ডিজাইন
  3. কন্টেন্ট রাইটিং
  4. মার্কেটিং
  5. ডিজাইনার

আরো অনেক অনেক ধরনের কাজ আছে।

তাহলে বুঝতেই পারছেন ফ্রিল্যান্সিং এ কত কাজ করা যায় ।এখানে অহরহ কাজ শুধু আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন কাজটা করতে চান বা আপনি কোন কাজে দক্ষ। কোন কাজটা করলে আপনার সুবিধা হবে বা কোন কাজ করতে আপনি ভালোবাসবেন। কাজ করলেই তো হবে না কাজে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে । কোন কাজ করতে চান সেটা শিখতে হবে। তারপর তো সেই কাজটা করতে পারবেন। ফ্রিল্যান্সিং মন দিয়ে কাজ করতে হয় একদম নিজেই নিজের বয়স হয়ে কাজ করতে হয়। নিজেই নিজেকে চালাতে হয়। এখানে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। 

একবারে কোন ফল পাওয়া যায় না। আস্তে আস্তে ফল পাওয়া যায়। আপনি পারছেন না বা আপনাকে দ্বারা হবে না ।এরকম ভাবলে আপনি কখনোই একজন ফ্রীল্যান্সার হতে পারবেন না। কারণ একজন ফ্রীল্যান্সার হতে হলে আপনাকে অনেক ধৈর্য্য ধরতে হবে অনেক রিসার্চ করতে হবে এবং সব কাজ ঠান্ডা মাথায় করতে হবে ।আপনাকে এই কাজে লেগে থাকতে হবে ।হাল ছেড়ে দিলে হবে না। যদি একটি কাজ শুরু করে আপনি অলসতা করেন বা কাজে মনোযোগ না দেন তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন

তাহলে আশা করি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ করা যায় ।শুধু আপনাকে কাজ গুলো বেছে নিতে হবে যে আপনি কোন কাজটি করতে চান বা কোন কাজে আপনি দক্ষ। কষ্ট করে সময় নিয়ে আবার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।।♥️

image Credit: iStock

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন