ফেসবুক বুস্টিং কি? বুস্টিং করতে কি কি লাগবে ?


 


হেই বন্ধুরা ,কি অবস্থা সবার। আমি আজ তোমাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হলো ফেসবুক বুষ্টিং কি? ফেসবুক বুষ্টিং সম্পর্কে তোমরা হয়তো অনেকে জানো । আজ ফেসবুক বুস্টিং সম্পর্কে যত আলোচনা আছে সবকিছু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো জেনে নেওয়া যাক ফেসবুক বুষ্টিং কি?

ফেসবুক বুষ্টিং কি?

এখন এমন কোন মানুষ নাই যারা ফেসবুক ব্যবহার করে না । প্রায় প্রতিটা মানুষ ফেসবুক ব্যবহার করে আর এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষ অনলাইন বিজনেস করছে । ব্যবসা করার জন্য বড় একটি প্ল্যাটফর্ম হল এই ফেসবুক। ফেসবুক মার্কেটিং এখন বড় একটা জায়গা করে নিয়েছে । ফেসবুকে ব্যবসা বলতে আমরা বুঝি নিজের একটা পেজ খোলা। আমার গত ব্লগে অনলাইন বিজনেস নিয়ে আলোচনা করা হয়েছে ।  কিভাবে অনলাইন বিজনেস শুরু করবে জানতে নিচের লেখাটি পড়তে পারো।

কিভাবে একটি অনলাইন বিজনেস শুরু করতে হয়?

আর এই অনলাইনে ব্যবসা করতে গেলে প্রথমে আমাদের একটা পেজ লাগবে। যেখানে আমরা সেল করতে পারব ।তো আমাদের মূল বিষয় হল ফেসবুক বুষ্টিং কি? আমরা এই যে ফেসবুকে ব্যবসা করার জন্য যে পেজ খুলছি সেখানে প্রোডাক্ট এর ছবি বা ভিডিও দিতে হয় । তোমরা যখন একটা পেজ খুলবে তখন দেখবে তোমাদের পেজে যে ভিডিও বা ছবি আপলোড করছো তার নিচে বুস্টিং বলে একটা অপশন আছে । যার মাধ্যমে তোমরা ছবি বা ভিডিওটি বুষ্টিং বা প্রমোট করতে পারবে। 

বুস্টিং এর মাধ্যমে তোমার পেজে এড চালানো যায় । যার ফলে তোমার প্রোডাক্ট গুলো মানুষের কাছে পৌঁছে যাবে। ফেসবুক তোমার প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দেবে। তবে ফেসবুককে তার জন্য টাকা দিতে হবে মানুষের কাছে তোমার প্রোডাক্টটি পৌঁছে দিলে । আর পৌঁছাতে গেলে তোমাকে বুস্টিং এর সাহায্য নিতে হবে ।আশা করি তোমরা মোটামুটি বুস্টিং সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো । তাহলে এবার তোমাদের বুস্টিং করতে কি কি খেয়াল রাখতে হবে বা কি কি লাগবে বুস্টিং করতে ।


বুস্টিং করতে কি কি লাগবে?

তোমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হল ডুয়েল কারেন্সি কার্ড। একটা ভিডিও বুস্টিং করতে গেলে সর্বপ্রথম তোমার প্রিপেইড কার্ড লাগবে। এখন ভাবছো কিভাবে প্রিপেইড কার্ডটি নেব। তোমার যদি একটা পাসপোর্ট থাকে তাহলে তুমি কয়েকটি ব্যাংক থেকে এই প্রিপেইড কার্ড টি নিতে পারবে। যেমন ইবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক থেকে প্রিপেইড কার্ড টি নিতে পারবে। তোমার এই কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই তোমার একটা পাসপোর্ট থাকা লাগবে ।

এখন যদি তোমার পাসপোর্ট না থাকে তাহলে তুমি যার পাসপোর্ট আছে তার থেকে সাহায্য নিতে পারো । আর না হয় নিজের একটি পাসপোর্ট করে নিতে পারো বা কারো যদি পাসপোর্ট না থাকে তাহলে তুমি যার কাছে প্রিপেইড কার্ডটি আছে তার দ্বারা তুমি পেজে বুষ্টিং করতে পারো । তবে তোমাকে বুস্টিং করার আগে খেয়াল রাখতে হবে। যে কোন ভাবে বুস্টিং করলে তোমার পেজটি গ্রো করবে। 

তোমার পেজটিতে ভালো সেল হবে । তার জন্য তোমাকে আগে দেখতে হবে যে তোমার এই প্রোডাক্টগুলো কোন বয়সের মানুষরা নিবে। কাদের তোমার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে। সেইসব দিক ভেবে তোমার পেজে প্রোডাক্টটি বুস্টিং করতে হবে। আর একটা দিক খেয়াল রাখতে হবে তোমার প্রতিযোগী। তোমার প্রতিযোগীরা কিভাবে বুস্টিং করছে।  তাদের পেজটা কাদের সামনে যাচ্ছে সবদিক খেয়াল রাখতে হবে। তাহলে তুমি ভালো সেল করতে পারবে ।

তো বন্ধুরা আশা করি তোমরা ফেসবুক বুস্টিং কি? ফেসবুক বুস্টিং কিভাবে করবে ? ফেসবুক বুষ্টিং করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেগুলো সম্পর্কে ভালো ধারণা পেয়েছ। আশা করি তোমরা এখন খুব সহজে বুস্টিং করতে পারবে এবং তোমার ফেসবুক বিজনেস গ্রো করতে পারবে। 

আমাদের কাছে কোন প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তোমার প্রশ্নের উত্তর দিতে। আর লেখাটি তোমাদের কাছে ভাল লাগ্লে বন্ধুদে সাথে শেয়ার করতে একদম ই ভুলবে না। তো বন্ধুরা সবাই ভালো থেকো। ধন্যবাদ। ♥️

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন