নিস কি? কিভাবে নিস বাছায় করব ?

 
নিস  কি?

হেই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তার আগে তোমরা যারা নিস সম্পর্কে জানতে আসছো তাদের বাহ বাহ না জানালে হচ্ছে না।  

কারণ তুমি অনেক বুদ্ধিমান তাই তো এই সম্পর্কে জানতে এসেছ। তুমি ব্লগের আসল পয়েন্টটা খুঁজে বের করেছো। আর সেই সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছো।  এই পয়েন্টটা সবাই খুঁজে বের করতে পারে না বা জানার চেষ্টাও করে না। কারণ অনেকে আছে যারা টাকার জন্যদৌড়ায়।  যার কারণে অনেকে মাঝপথে এসে ঝরে পড়ে। তুমি হয়তো নতুন ব্লগ  খুলছো যার কারণে তোমার নিস সম্পর্কে জানতে হচ্ছে এমন এমন ব্লগার আছে যারা নিস সম্পর্কে  জানেও না তারা শুরু থেকে টাকার পেছনে দৌড়াতে থাকে যার ফলে তারা মাঝ পথে যেয়ে ঝরে পড়ে। 

নতুন ব্লগারদের জন্য এই নিসটা জানা খুবই দরকার কারণ এই সম্পর্কে না জানলে তুমি সফল হতে পারবে না। তো চলো আর দেরি না করে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হলো নিস কি? কিভাবে নিস বাছাই করব? নিস সম্পর্কে সবকিছু ভালোভাবে বোঝানো চেষ্টা করব।  তার জন্য আমাদের পুরো লেখাটা ভালোভাবে পড়তে হবে।

নিস কি?

তুমি যখন অনলাইনের বিশাল প্লাটফর্ম থেকে তোমার নির্দিষ্ট বিষয় বেছে নিবে তখন সেই বেছে নেওয়া বিষয়টি হল নিস। বিষয়টা হয়তো তোমার বুঝতে একটু সমস্যা হচ্ছে তাহলে চলো তোমাদের সহজ ভাবে বোঝায়। 

ধরো তুমি ব্লগ তৈরি করবে এখন ব্লগে তুমি কি নিয়ে লিখবে বা কোন বিষয় নিয়ে কাজ করবে সেটা বেছে নেওয়া কে নিস বলে । যেমন ধরো তুমি তোমার ব্লগে স্বাস্থ্য বিষয় নিয়ে লিখবে বা টেকনোলজি বিষয় নিয়ে লিখবে তখন তোমাকে ওই একটা বিষয় নিয়ে লিখে যেতে হবে। তাহলে তুমি সফল হতে পারবে। আমরা তাহলে নিস কি সেটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা কেন নিস বাছাই করব সে সম্পর্কে জানব।

কেন নিস বাছাই করব? 

আমি প্রথমে তোমাদের বলেছি আজ নিশ সম্পর্কের সবকিছু ধারণা দেব আশা করি তোমরা  নিস সম্পর্কে বুঝতে পেরেছো। নিস কি সে সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন কেন আমরা নিস বাছায় করব। নিস বাছায় করা গুরুত্বপূর্ণ।

 কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। আমরা ব্লাগের জন্য কয়েকটি কারণে নিস বাছায় করি বা কয়েকটি কারণে নিস বাছাই করা উচিত তার মধ্যে কম্পিটিশন একটি কারণ। সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশনের অভাব নেই । 

অসংখ্য মানুষ কম্পিটিশন করছে। আগে এতটা কম্পিটিশন ছিল না। কিন্তু যুগের বিবর্তনে মানুষ অনেক উন্নতির দিকে পা বাড়াচ্ছে। যার মাধ্যমে মানুষের মধ্যে কম্পিটিশন বাড়ছে। এখনো অসংখ্য মানুষ ব্লগিং করে। তারা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লেখে। এখন তোমাকে দেখতে হবে কোন বিষয়টা চলছে। তারা কোন বিষয় সম্পর্কে লিখছে সেই সব দিক খেয়াল করে তোমাকে নিস বাছতে হবে। তারপর দেখতে হবে কারা মানে কোন ধরনের মানুষ এগুলো সম্পর্কে জানতে চাায়। 

যেমন ধরো মেয়েরা বেশিরভাগ সিরিয়াল দেখে এগুলো কিন্তু ছেলেরা দেখে না এগুলো মূলত মেয়েদের জন্য। ঠিক তেমনি টেকনোলজির বিষয় ছেলে মেয়ে উভয় দেখে। তাই আমাদের সব দিক বিবেচনা করে নিস  নিতে হবে। আবার তোমাকে ইনকামের দিকটাও দেখতে হবে। কোন ভাবে করলে তোমার ইনকাম বাড়বে সেদিকটা খেয়াল করতে হবে। 

তুমি যদি প্রতিদিনের নিউজ সম্পর্কে লেখ তাহলে ইনকামটা ওইভাবে গ্রো করবে না।তাই দেখতে হবে কোন জিনিসগুলো মানুষ সবসময় চায। 

প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই নিস সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো। নিস কি?কেন  নিস বাছাই  করব। ধন্যবাদ সবাইকে আমার লেখাটা পড়ার জন্য। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন